চাঁদে মানুষ ভাসে না।তবে কিছু ব্যাপারের কারণে আমাদের মনে হয় চাঁদে মানুষ ভাসে।চাঁদে কোনো বাতাস নেই।
চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ।অর্থাৎ 1.44ms-2। তার মানে আপনি পৃথিবীতে লাফ দিলে যে উচ্চতায় উঠবেন চাঁদে তার 6 গুণ উপরে উঠবেন। অন্যদিকে নভোচারীরা যে স্যুট পড়ে তাতে হাটতে অসুবিধা হয়।তাই তারা সহজে লাফিয়ে লাফিয়ে চলে। এই লাফানো আর কম মাধ্যাকর্ষণের কারণে আপনার মনে হয়েছে যে তারা চাঁদে ভাসে।