বিজ্ঞানীদের ধারণা, আমাদের এই দেজা ভুর অনুভূতির জন্য দায়ী হচ্ছে মস্তিস্কের এমন একটি অংশ, যার নাম 'টেম্পোরাল লোব' মস্তিস্কের এই অংশটির কোন সার্কিট থেকে যখন কোন স্মৃতির সংকেত দেয়া হয়, যেটা আসলে তখন দেয়ার কথা নয়, তখনই ঘটে দেজা ভু। এটাই আমাদের মধ্যে কোন স্থান বা অভিজ্ঞতা সম্পর্কে বিভ্রম তৈরি করে।
ধন্যবাদ।