ঘুমের মধ্যে আমরা অনেকেই দুঃস্বপ্ন দেখি। কখনো ভয়ে ঘুম ভেঙে যায়, কখনো আবার সকাল হলে ভুলেই যাই কি নিয়ে দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু বড়দের মতো শিশুরাও কি দুঃস্বপ্ন দেখে?
নিশ্চিতভাবে এর উত্তর দেয়া মুশকিল, কারণ নবজাতকরা তো আর আমাদের বলতে পারবে না দুঃস্বপ্ন দেখেছে কিনা! কিন্তু বাচ্চাদের জ্ঞানের উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা ধারণা করেন যে তারা সম্ভবত দুঃস্বপ্ন দেখতে পায় না। একটি শিশু ঘুম থেকে কাঁদতে কাঁদতে জেগে উঠতে পারে যখন তার ক্ষুদা লাগে বা অস্বস্তি বোধ হয়, দুঃস্বপ্ন দেখে নয়।
বাচ্চাদের গভীর ঘুম থেকে তোলা হলে মাঝেমধ্যে তাদের বিভ্রান্ত বা ভয়ার্ত মনে হতে পারে। তবে দুঃস্বপ্ন দেখার জন্য যে পরিমাণ জ্ঞানবোধ প্রয়োজন নবজাতকের মস্তিষ্কে তা গড়ে উঠে না। ধীরে ধীরে যখন তারা পারিপার্শ্বিক সমাজকে বুঝতে শিখে তখন মাঝেমাঝে দুঃস্বপ্ন দেখতে পারে।
Source: BBC Science Focus Magazine
ক্রেডিট: মোঃ তৌফিক-ই-ইলাহী