বাণিজ্যিকভাবে যেসব কলা উৎপাদন করা হয় তাদের মধ্যে বীজ থাকেনা বা বীজ ছোট আকারের হয়। কারণ তাদেরকে টিস্যু কালচার পদ্ধতিতে জেনেটিকভাবে ক্রস ব্রিড করা হয়। অন্যদিকে, যেগুলো বুনো কলা বা যেগুলোকে কালচার করা হয়না সেগুলোতে বীজ থাকে। কলার ধরনের উপর নির্ভর করে বীজ ছোটবড় হয়। এই বীজ ১ সে.মি পর্যন্ত বড় হতে পারে।
ক্রেডিট: নিশাত তাসনিম (সায়েন্স বী)