বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, বাবা-মা শিশুকে ব্যস্ত রাখতে টেলিভিশন ছেড়ে দেন, ট্যাব বা মুঠোফোনে গেমে বসিয়ে দেন। ঘণ্টার পর ঘণ্টা শিশুরা এতে সম্পৃক্ত থাকলে তাদের মধ্যে একধরনের অস্থিরতা দেখা দেয়। তারা অতিরিক্ত চঞ্চল হয়ে ওঠে। রাতে সময়মতো ঘুমায় না। বাবা-মায়ের কথা শুনতে চায় না। অল্পতেই রেগে যায়। আর রাগ প্রকাশ করে দেয়াল বা মেঝেতে মাথা ঠুকে। তারা বাবা-মা, বিশেষ করে মায়ের মনোযোগ পেতে চায়। সেটা না পেলেই মাথা ঠোকে। এ ধরনের পরিস্থিতিতে শিশুকে কখনো রাগানো যাবে না। এমনকি সে মাথা ঠোকা শুরু করলে চেঁচামেচি করা যাবে না। এতে শিশুটি এ কাজ আরও বেশি করবে।