কোয়েজার হচ্ছে মূলত সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশের অ্যাক্রেশন ডিস্ক। প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে থাকে একেকটি সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল। এই ব্ল্যাকহোলগুলোতে পার্টিকেল গুলো পতিত হওয়ার আগে ব্ল্যাকহোলের চারপাশে ঘুরতে থাকে। এই ঘুর্ণনের সময়, পার্টিকেলগুলোর মধ্যকার সংঘর্ষের কারণে প্রচুর শক্তি বা আলো তৈরি হয়। এটিকেই আমরা কোয়েজার বলি। কোয়েজারগুলোর উপর লম্বভাবে জেট তৈরি হয়। এই জেটগুলো থেকে পার্টিকেল প্রচন্ড গতিতে ছিটকে যেতে থাকে।