ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নামে একটা পেশিযুক্ত পর্দা আপনার আমার বক্ষগহ্বর কে উদরগহ্বর থেকে আলাদা করে রাখে। যখন আমরা নিঃশ্বাস নিই ( নিঃশ্বাস না প্রশ্বাস বলা উচিত- বুঝার জন্য নিঃশ্বাস বললাম) তখন ডায়ফ্রাম মশাই সঙ্কুচিত হয়ে নিচের দিকে নামে ও বক্ষগহ্বর প্রসারিত হয় ও বায়ু প্রবেশ করে। যখন ডায়াফ্রাম নিচে নামে তখন আমাদের পেট ও কিছুটা উপরের দিকে উঠে মানে অইখানের পেশি প্রসারিত হয়। নিঃশ্বাস ছাড়ার সময় ঠিক বিপরীত কাহিনী ঘটে।
- Shah Nawaz Alvi