অক্সিজেন আসলে কে প্রথম আবিষ্কার করেন ?!
পোলিশ এলকেমিস্ট মাইকেল সেন্ডিভোগাস। যিনি শেলির ১৭০.বছর আগে বলেছিলেন বায়ুতে প্রাণবায়ু আছে যা আমাদের বাঁচিয়ে রাখে।
নাকি ,সুইডেনের রসায়নবিদ কার্ল উইলহেল্ম শেলি , যিনি ১৭৭২ খ্রিস্টাব্দে ল্যাবে অক্সিজেন প্রস্তুত করলেও, তাঁর পরীক্ষার ফলাফল জার্নালে ছাপতে পারেননি আগেভাগে?
না কি এ ব্যাপারে স্বীকৃতি পাবেন ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি, যিনি শেলির -এর পরে ওই গ্যাস শনাক্ত করলেও রিপোর্ট ছেপেছিলেন তাঁর আগে ,১৭৭৪ সালের ১লা আগস্ট ?
কিন্তু, শেলি বা প্রিস্টলি অক্সিজেন যতই প্রস্তুত করুন, ওঁরা কেউ তো ওই গ্যাসটির গুণাগুণ বুঝতেই পারেননি। বা বুঝেছিলেন ভুল। এ ব্যাপারে কৃতিত্ব যাঁর, তিনি হলেন ফরাসি রসায়নবিদ আতোঁ ল্যাভয়সিয়ে। যিনি শেলি কিংবা প্রিস্টলির অনেক পরে অক্সিজেন আবিষ্কার করলেও, তার গুণাগুণ বুঝেছিলেন ঠিক ঠিক। এবং সেই সূত্রে বিপ্লব এনেছিলেন রসায়ন জগতে।
লিখেছেন: Soumendra Nath Mitra