আমাইটোসিসের শর্ত হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুটোরই বিভাজন হতে হবে।
কিন্তু আমরা জানি যে ব্যাকটেরিয়া আদিকোষী বা প্রোক্যারিওটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, তাই ব্যাকটেরিয়ার আমাইটোসিস প্রকৃত আমাইটোসিসের মতো নয় যেহেতু এখানে শুধু সাইটোপ্লাজমের বিভাজন ঘটার মাধ্যমে ১টি মাতৃকোষ থেকে ২টি অপত্য কোষের সৃষ্টি হয়।
eftekhar