তিনটি প্রধান পার্থক্য সাইক্রিয়াটিস্ট ও সাইকোলজিস্ট এর মধ্যেঃ
(১) সাইক্রিয়াটিস্ট মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারী, সাইকোলজিস্ট তা নন।
(২) সাইক্রিয়াটিস্ট ঔষুধের ব্যবস্থাপত্র দেন, সাইকোলজিস্ট দিতে পারেন না।
(৩) সাইক্রিয়াটিস্ট পরীক্ষা করে আরোগ্য করেন এবং খুব জটিল মানষিক রোগের চিকিৎসায় যোগান দেন, সাইকোলজিস্ট মৌখিক থেরাপির মাধ্যমে রোগীকে সাহায্য করেন ( সাইকোথেরাপি)।