অধিকাংশ উদ্ভিদের ফুলের পরাগধানীর বর্ণ হলুদ। হলুদ হবার সুবিধা আছে। যেমন :
১. যেসব পতঙ্গ পরাগায়নে সাহায্য করে (মৌমাছি), তারা হলুদ বর্ণকে আলাদাভাবে চিনতে পারে। লাল বর্ণ বুঝতে পারে না। ফলে হলুদ ফুলে আকৃষ্ট হয়। হলুদ ফুলের পরাগধানীতে বসে। পা-ডানা ইত্যাদিতে পরাগরেণু লেগে যায়। সেই পতঙ্গ অন্য উদ্ভিদের ফুলে (গর্ভমুন্ড) বসলে পরাগায়ন ঘটে।
২. পরাগধানীর বর্ণ হলুদ হবার কারণ ফ্ল্যাভোনয়েড। ফ্ল্যাভোনয়েড পরাগরেণুকে সূর্যের আল্ট্রাভায়োলেট-বি (UV-b) থেকে সুরক্ষা দেয়। আল্ট্রাভায়োলেট-বি সান-বার্ন ঘটায়। সানবার্নের কারণে পরাগরেণু নষ্ট হয়ে যেত।
নোটঃ আল্ট্রাভায়োলেট-এ (UV-a) আমাদের ত্বক ভেদ করে যায়। এই রশ্মির প্রভাবে আমাদের কোষগুলো বৃদ্ধ হয়। ত্বক কুচকে (Wrinke) যায়। আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে কোষের বয়স বাড়ার নামই- Photo-Aging।
লেখক : ডা. রাজীব হোসাইন সরকার