রাতে চলাচলকারী পতঙ্গরা সাধারণত চাঁদের প্রতিফলিত আলাের সাথে একটা ধ্রুবকোণ বজায় রেখে দিক নির্ণয় করে থাকে। কৃত্রিম আলাে চাঁদের আলাের চেয়ে বেশি তীব্র ও বিভিন্ন দিকে প্রতিফলিত হয়। ফলে তারা কৃত্রিম আলােকে চাঁদের আলাে ভেবে বিভ্রান্ত হয়ে একটা অসীম সর্পিলাকার পথে আলােক উৎসের চারিদিকে উড়তে থাকে, যা আমরা আলােকপ্রীতি মনে করি।