সব ফুলে নেকটারিস থাকে না। সাধারনত পরাগায়নের উদ্দেশ্যে ফুলে একটা একটা গ্লান্ডের মাধ্যমে মধু উৎপন্ন করে পতঙ্গকে আকৃষ্ট করা হয়।
এই মধু উৎপন্নকারী গ্লান্ড ফুলের যেকোন অংশে উৎপন্ন হতে পারে যেমনঃ পাপড়ি,গর্ভাশয় এর উপরে বা যেকোন জায়গায়।
মধুর বিশেষ কোন নাম নেই। উদ্ভিদের নিজের তৈরি করা গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রনই হলো মধু।