ওয়াকিটকির ক্ষেত্রে এমনটা দেখা যায়। এর মাধ্যমে যোগাযোগের সময় একজন ব্যক্তি একসাথে সেন্ডার এবং রিসিভারের ভুমিকা পালন করতে পারে না। একজন একপ্রান্ত থেকে বার্তা পাঠালে অপরজন অন্য প্রান্তে কেবল বার্তা রিসিভই করতে পারবে।
এজন্য একজন ব্যক্তি তার বার্তা পাঠানো শেষ হলে ওভার বলে জানান দেয় যে, তার বার্তা পাঠানো শেষ হয়েছে এবং সে তার যন্ত্রটাকে বার্তা রিসিভের জন্য প্রস্তুত করে। তখন অপর ব্যক্তি বার্তা পাঠাতে পারে।