ফাঁকা ঘরে শব্দের প্রতিধ্বনি বেশি হয়। কারণ ফাঁকা ঘরের চারটি দেয়াল থেকে একই সময়ে প্রতিধ্বনি এসে বিপরীত দেয়ালে লম্বভাবে প্রতিফলিত হয়ে এক দেয়াল থেকে অপর দেয়ালে ছড়িয়ে পড়ে। ফলে সামান্য শব্দ করলেই প্রতিধ্বনীগুলোর মিলে এক ধরনের গমগমে শব্দ সৃষ্টি করে।
কিন্তু ঘরে আসবাবপত্র থাকলে শব্দ বাধা পায়। ফলে প্রতিধ্বনিগুলোর মধ্যে সংঘর্ষও হয় না, এই গমগম আওয়াজটাও থাকেনা।