সময়ের ক্ষুদ্রতম ইউনিট জেপ্টোসেকেন্ড। বিংশ শতাব্দী থেকে কিছুদিন আগে পর্যন্ত পরিমাপকৃত সর্বাপেক্ষা ক্ষুদ্র সময়ের পরিমাণ ছিলাে ফেমটোসেকেন্ড। ২০২০ সালে এসে জার্মান পদার্থবিদ রেইনহার্ড ডর্নার ও তার সহকর্মীদল আবিষ্কার করেন যে, আলাের। কণা (ফোটন) একটা ডিউটেরিয়াম (H2) পরমাণু অতিক্রম করতে ২৪৭ | জেপ্টোসেকেন্ড সময় নেয়। এক জেপ্টোসেকেন্ড হলাে এক সেকেন্ডের এক বিলিয়নের ট্রিলিয়ন, বা দশমিক বিন্দু এবং তারপরে ২০টি জিরাে পরে একটি ১ । সময়ের পরিমাপে এখন পর্যন্ত এটাই পরিমাপকৃত ক্ষুদ্রতম সময়।
১ জেপ্টোসেকেন্ড = ০.০০০০০০০০০০০০০০০০০০০০১