তক্ষক (Gechko) মূল্যবান ও বিখ্যাত হয়েছে মূলত কিছু গুজবের আধারে। অনেক মানুষের ধারণা এমন যে তক্ষক HIV বা AIDS নিরাময়ে ব্যবহৃত হয়। তক্ষকের জিহবা ও রক্ত HIV ভাইরাস এর প্রতিষেধক এমন শ্রুতি আছে৷ এছাড়াও তক্ষকের পিত্ত এইডস আক্রান্ত মানুষের চিকিৎসার ব্যবহৃত হয়, এইসব সংবাদের জন্যই মূলত মানুষ উচ্চদামে তক্ষক বিক্রি করেন বা কিনেন। তক্ষক নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বা কার্যকর এই বিষয়ে মতভেদ আছে। অনেকের মতে, চিকিৎসা ক্ষেত্রে তক্ষক থেকে তৈরি ঔষধ কার্যকর এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিছু ভুয়া সংবাদ এর উপর ভিত্তি করে তক্ষক পাচার করা হয়। এমনও অনেকে আছেন যারা তক্ষক চড়া দাম দিয়ে বিক্রির জন্য মার্কারি ইনজেকশন দিয়ে তক্ষকের ওজন বাড়ান। তক্ষক বিক্রি ও চোরা চালান দন্ডনীয় অপরাধ।
- নিশাত তাসনিম (সাইন্স বী)