আপনার শরীরের মোট খরচকৃত শক্তির ২০% খরচ হয় আপনার ব্রেইন থেকে। আপনি যখন পড়তে থাকেন তখন অসংখ্য তথ্য আপনার মস্তিষ্কে জমা হওয়ার জন্য কাজ করতে থাকে।আপনি হয়তোবা বুঝতে পারেন না কিন্তু আপনার পড়ার প্রতিটা শব্দ প্রসেসিং এর জন্যও ব্রেইন কাজ করে,আর পড়ার কোন কিছু হলে সেটার জন্য প্রসেসিং আরো কষ্টদায়ক কারণ ঐ সময়টায় আপনি অজানা জিনিসগুলো মাথায় ঢোকাচ্ছেন।কিন্তু গল্পের বই হলে এত ইনফরমেশন প্রসেসিং এর দরকার হয়না,কারণ আপনি তখন আপনার মস্তিষ্কে আপনার মতো একটা বাস্তব পরিবেশ তৈরী করে নেন।যার ফলে কেবল পড়তে বসলেই আপনার ব্রেইন ক্লান্ত হয়ে যায়। আর সেই ক্লান্ত হওয়ার কারণেই ঘুম আসে। আরেকটা জিনিস, ডোপামিন নামক কেমিকেল ও এতে ভূমিকা রাখে।আপনি যেই কাজে আগে আনন্দ পেয়েছিলেন সেই কাজ বা পড়ার সময় আপনার ডোপামিন নিঃসৃত হওয়ার কারণে ঐ বিষয় পড়ার সময় ক্লান্ত লাগবেনা।কিন্তু অন্য বিষয়গুলো পড়ার সময় লাগবে।