সাপের বিষের প্রাথমিক উপাদান হচ্ছে প্রোটিন। এই প্রোটিনই সাপের বিষের সর্বাধিক ক্ষতিকর উপাদান। সাপের বিষে প্রোটিন ছাড়াও রয়েছে এনজাইম। যা শরীরের বৃহৎ মলিকিউলের রাসায়নিক বন্ধনকে ভেঙে ফেলে। এই এনজাইম শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফসফোলিপিড ও নিউক্লিওটাইডকে ভাঙতে সহায়তা করে। এছাড়াও এই বিষ রক্তচাপ কমিয়ে দেয় ও লোহিত রক্ত কণিকা কে ভেঙে ফেলে। পেশীর নিয়ন্ত্রণকে বাধা প্রদান করে।