গাছে রংধনু, রংধনুর গাছ!
রেইনবো ইউক্যালিপ্টাস (Eucalyptus deglupta) বা বাংলায় রংধনু গাছ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউগিনির ট্রপিকাল রেইন ফরেস্টে জন্মে থাকে। লম্বায় প্রায় ৭৬ মিটারের কাছাকাছি হয়ে থাকে। প্রতি মৌসুমে গাছের বাকল ঝরে গেলে রঙের নতুন নতুন লেয়ার ফুটে ওঠে। গাছটি পরিচিত তার সুগন্ধি পাতার কারণে এবং কোয়ালাদের প্রধান খাদ্য উৎস।
সংগৃহীত