অনেকেই বলেন সাপ গাভীর দুধ খেয়ে ফেলে কিংবা পোষা সাপ দুধ কলা খায়। তবে সত্য কথা হলো সাপ গাভীর দুধ খায় না কারণ, সাপের মুখের গঠন অনুযায়ী তা কোনো তরল চুষে খাবার উপযোগী না। সাপের জ্বিহ্বা দ্বিখণ্ডিত থাকে, এতে জ্বিহ্বা দিয়ে নিপলে চাপ দেয়া সম্ভব হয় না। পাশাপাশি সাপের মধ্যচ্ছদা নেই। যার কারনে সাপ মুখগহ্ব বায়ু শূন্য করে কোনো কিছু চুষে নিতে পারে না।
অনেক সময় আমরা সাপের খেলায় ঔঝাকে দেখি সে সাপকে দুধ খেতে দিচ্ছে এবং খাচ্ছেও। এটা তাহলে কিভাবে? এখানে ঔঝা নির্মম একটি কৌশল অবলম্বন করে। পোষা সাপটিকে বেশ কিছুদিন তরল কোনো খাবার বা পানি দেয়া হয় না। এতে সাপ অত্যন্ত তৃষ্ণাক্ত থাকে। তাই খেলা চলাকালীন তাকে যখন দুধ দেয়া হয় তখন সাপ নিরুপায় হয়ে দুধই খেয়ে নেয়। সব থেকে বড় কথা হলো, দুধ হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম সাপের নেই। কোনো ভাবে সাপ দুধ খেয়ে নিলেও সে তা হজম করতে পারবে না। কিছুক্ষণ পরে তা বমি করে ফেলে দিবে।