সামুদ্রিক প্রবাল (coral) হল phylum cnidaria এর অন্তর্ভুক্ত anthozoa শ্রেণির একপ্রকার প্রাণী। এগুলো সাধারণত গভীর সমুদ্র যেখানে আলো প্রায় পৌঁছায় না বললেই চলে, সেখানে পাওয়া যায় এবং রং বেরঙের বিভিন্ন প্রজাতির হয়।

এদের দেহ নিঃসৃত ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3) জমাট বেঁধে কঠিন বহিঃকঙ্কাল তৈরি করে। কিন্তু নিজদের শরীরে কোনো কঙ্কাল নেইা। মূলত বাইরের দিকে সৃষ্ট এই কঙ্কালের আবরণে এরা বসবাস করে।

অস্ট্রেলিয়ার সন্নিকটে গ্রেট ব্যারিয়ার দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর।