মূল ও কান্ডের শীর্ষে অবস্থিত শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে মূল ও কান্ড দৈর্ঘ্য বাড়ে। শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই ক্রমবিকাশের মাধ্যমে মূল ও কান্ডের অন্যান্য টিস্যু অর্থ্যাৎ ত্বক, অধঃত্বক, কর্টেক্স, পেরিসাইকল, জাইলেম ও ফ্লোয়েম প্রভৃতি টিস্যু সৃষ্টি হয়।