বিভিন্ন ঘাস, ধান, গম ইত্যাদিতে সংক্ষিপ্ত মঞ্জরীদণ্ড ও বিশেষ ধরনের অপুষ্পক ও সুপুষ্পকম মঞ্জরিপত্র বিশিষ্ট যে পুষ্পবিন্যাস দেখা যায় তাকে স্পাইকলেট পুষ্পবিন্যাস বলে। Poaceae, Cyperaceae এবং Juncaceae গোত্রের উদ্ভিদের স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায়। একটি স্পাইকলেটে এক বা একাধিক পুষ্প থাকতে পারে।