প্রজনন বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার হলো লাইগার।
এই প্রাণীটি পুরুষ সিংহ (Lion) ও মেয়ে বাঘ (Tiger) এর কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম হবার কারণে এর নাম দেওয়া হয়েছে লাইগার (Liger)। এটি পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল (Cat) জাতীয় প্রাণী। একটি পুরুষ সিংহের ওজন সাধারণত ৫০০ পাউন্ড এবং একটা বাঘের ওজন ৬০০ পাউন্ড হয়ে থাকে। অথচ লাইগারের ওজন হয় ১০০০ পাইন্ড বা তার বেশি। ওজন ও আকৃতিতে এটি এর বাবা-মায়ের প্রায় দ্বি’গুণ হয়ে থাকে। সাধারণ নিয়মেই এটি বনের রাজা হবার কথা,কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো হয়।লাইগারের বিশাল দৈত্যাকার দেহ, বড়মাপের ওজনের জন্য এটি পর্যাপ্ত গতিতে দৌড়াতে পারে না তাই স্বাভাবিক শিকারে লাইগার ব্যার্থ হয়।এরুপ অবস্থায় এটিকে বন্য পরিবেশে ছেড়ে দিলে এটি খাদ্যাভাবে মরে যাবে।তাই গবেষণাগারে স্পেশালিষ্টদের আওতায় এটিকে দেখাশুনা করা হয়।সাধারণ সিংহ বা সিংহীর চেয়ে লাইগার অনেক বেশি খেলাপ্রিয়। লাইগার সামাজিক প্রাণী। এই গুণটা তারা পুরুষ সিংহের কাছ থেকে পেয়েছে। মানুষের সান্নিধ্য পেতে এবং খেলতে পছন্দ করে।
সংগৃহীত