আমাদের মুখমণ্ডলের হাড়ের ভিতরে কতগুলো ফাঁপা জায়গা আছে তাকে সাইনাস বলে। কোনও কারণে যদি সাইনাসগুলির মধ্যে ঘা বা প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে।
প্রায়ই সাইনোসাইটিসে সবাই ভোগে বা মাথাব্যথায় আক্রান্ত হয়। সাইনোসাইটিসের সঙ্গে মাথাব্যথার একটি নিবিড় সম্পর্ক।
নাকের দুই পাশে ছয়টি গহ্বর রয়েছে। এগুলো সাধারণ বাতাস দিয়ে পূর্ণ থাকে। এগুলোর যদি প্রদাহ হয়, তাকেই আমরা বলি সাইনোসাইটিস। সাইনোসাইটিসে সাধারণত নাক বন্ধ বন্ধ ভাব, মাথাব্যথা শুরু হওয়া, নাক দিয়ে নিশ্বাস ফেলতে কষ্ট হওয়া এ ধরনের সমস্যা হয়। এ ছাড়া দেখা যাচ্ছে, কপালে ব্যথা হয় বা কাজে অমনোযোগী হয়ে পড়ে, খিটখিটে স্বভাব হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্রে অমনোযোগী, কর্মক্ষেত্রে অনেক সময় তার নষ্ট হয়ে যায়।
source: vikaspedia, ntvbd