ক্রসিংওভার হয় নিম্নলিখিত কারণে:
- ক্রসিংওভারের ফলে দুটি ক্রোমাটিডের অংশের বিনিয়ম ঘটে।
- জিনগত পরিবর্তন সাধিত হয়।
- জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়।
- বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকূলে আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন প্রজাতি।
- মূলত নতুন প্রকরণ সৃষ্টি ও জীবের অভিযোজনের জন্যই ক্রসিংওভার সংঘটিত হয়।