এক জোড়া সমসংস্থ ক্রোমােজোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড এর মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে।
মায়ােসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপ-পর্যায়ে ক্রসিং ওভার সংঘটিত হয়। এর ফলে ক্রোমাটিড এর মধ্যে অংশের যে বিনিময় ঘটে, সাথে সাথে জিনের বিনিময়ও ঘটে। ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয় এবং জীবে চারিত্রিক ও বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়।