এটির আসল উত্তর ছিল: নোভেল গ্যাস কোনগুলোকে বলা হয়? এবং নোভেল গ্যাস কি?
He, Ne, Ar, Kr, Xe, Rn কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না বলে নিষ্ক্রিয় গ্যাস। এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে। আবার বায়ুতে এদের পরিমাণ খুবই কম (<1%)। এ কারণে এদেরকে বিরল বা দুর্লভ গ্যাসও বলা হয়। এই গ্যাসগুলো খুব একটা ক্ষতিকরও নয়; তাই এদেরকে উত্তম গ্যাসও বলা হয়।
নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারক আবিষ্কারের সাল নামের উৎপত্তি/অর্থ
He জ্যানসেন (পরে র্যামসে) ১৮৬৮ সূর্য (helios ; the sun)
Ne র্যামসে ও ট্র্যাভার্স ১৮৯৮ নতুন (New one; ne+on)
Ar লর্ড র্যালে ও ট্র্যাভার্স ১৮৯৪ নিষ্ক্রিয়/অলস (Inset of idle)
Kr র্যামসে ও ট্র্যাভার্স ১৮৯৮ গুপ্ত
Xe র্যামসে ও ট্র্যাভার্স ১৯০০ নবাগত
Rn ডর্ন (Dorn) ১৯০০ রেডিয়াম বিচ্ছুরণ (Radium emanation; Rad+on)
He, Ne, Ar, Kr, Xe, Rn এ ছয়টি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে প্রথম পাঁচটি মৌল সুস্থিত হিলিয়াম এক পরমাণুক গ্যাস এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।
নিষ্ক্রিয় গ্যাসসমূহ সাধারণ তাপ ও চাপে গ্যাস।
নিষ্ক্রিয় গ্যাসসমূহ পর্যায় সারণীতে শূণ্য শ্রেণীতে অবস্থান করে।
পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিষ্ক্রিয় গ্যাসসমূহের পরমাণুগুলোর মধ্যকার দুর্বল ভ্যানডার ওয়ালস শক্তি ক্রমশ বৃদ্ধি পায়; ফলে এদের গলনাংক ও স্ফুটনাংক ক্রমশ বৃদ্ধি পায়।
collected