এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন নিচে বর্ণনা করা হল—-
সাইটোপ্লাজমীয় ধাত্র সাধারণত অসংখ্য সূক্ষ্ম নালিকার মত অনিয়মিত কক্ষে বিভক্ত থাকে। এই নালিকাগুলি একক আবরণী বিশিষ্ট। সাইটোপ্লাজমীয় ধাত্রের ভিতরে একক আবরণী যুক্ত নালিকাগুলি নিজেদের মধ্যে নানাভাবে সংযোগ স্থাপন করে যে জালিকার সৃষ্টি করে তাকে এন্ডোপ্লাজমিক জালিকা বা ER বলে। সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক অংশে অবস্থান করে বলে এদের ER বলা হয়।
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা প্লাজমা আবরণীর মত ত্রিস্তরযুক্ত একক আবরণী দিয়ে তৈরি। পর্দার ভেতরে যে গহবর তৈরি হয় তা সংবহনে সাহায্য করে। নিউক্লিয় আবরণী থেকে কোষ আবরণী পর্যন্ত ER বিস্তৃত থাকে। এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দায় যখন রাইবোজোম থানা লেগে থাকে তখন তাদের দানাদার বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER বলে। প্রোটিন সংশ্লেষকারী কোষ যেমন অগ্নাশায় কোষে, শ্লেষ্মা কোষ, অন্তঃক্ষরা কোষে এই প্রকার জালিকা থাকে। পর্দায় রাইবোজোম না থাকলে তাকে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা স্মুথ সারফেস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER বলে। এরা স্নেহ সংশ্লেষকারি কোষে থাকে যেমন এড্রিনাল গ্রন্থির বহিঃস্তর কোশে, এডিপোসাইট কোশে SER থাকে।