ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া:
১। ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে "অরি" নির্ধারণ করা হয় আর "অরি" হচ্ছে সেই স্থান যেখানে রেপ্লিকেশনের সূচনা ঘটবে।
২। ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াতে একাধিক উপাদান প্রয়োজন এবং সকল উপাদান সক্রিয় হবে যখন তারা ডিএনএ "অরি"-র কাছাকাছি সংযুক্ত হতে পারবে। ডিএনএ যতক্ষণ হেলিক্স আকারে বা প্যাঁচানো আকারে থাকবে, ততক্ষণ কোনো এনজাইম বা অন্যান্য উপাদান ডিএনএর সাথে সংযুক্ত হয়ে রেপ্লিকেশন শুরু করতে পারবেনা। তাই সবচেয়ে আগে টপোআইসোমারেজ এনজাইমের সাহায্যে ডিএনএ ডাবল হেলিক্সের পাক খোলা হয় এবং প্রত্যেক ঘূর্ণনের মধ্যে থাকা নাইট্রোজেন ক্ষারের মধ্যকার হাইড্রোজেন বন্ড বিচ্ছিন্ন করা হয়। হেলিকেজ এনজাইম সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করে এবং হেলিক্স অর্থাৎ যে প্যাঁচ রয়েছে সেরকম দুটিকে আলাদা করে "রেপ্লিকেশন ফর্ক" তৈরি করে।
৩। হাইড্রোজেন বন্ড বিচ্ছিন্ন হওয়ার পর, ডাবল হেলিক্সের ২টি সূত্র আলাদা হয়ে যায় এবং প্রত্যেকটি সূত্র একটি করে টেমপ্লেট/ছাঁচ হিসেবে ভূমিকা পালন করে। একটা টেমপ্লেটের দিক হয় 5’ থেকে 3’ এবং বিপরীত টেমপ্লেটের দিক হয় 3’ থেকে 5’। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন টেমপ্লেট স্ট্র্যান্ডগুলোকে রেপ্লিকেশন চলাকালীন সময়ে পুনরায় হেলিক্স গঠন করা থেকে বিরত রাখে।
৪। প্রাইমেজ এনজাইম ছাঁচের সাথে সামঞ্জস্য রেখে প্রাইমার সংযুক্ত করে এবং এই প্রাইমার সংযোজনই রেপ্লিকেশন শুরু হওয়ার নির্দেশ। প্রাইমারে একটি মুক্ত 3’-OH গ্রুপ থাকে যার সাথে পরবর্তীতে নতুন নিউক্লিয়োটাইড ট্রাইফসফেট সংযুক্ত হয়।
৫। ডিএনএ পলিমারেজ প্রাইমারের 3’-OH গ্রুপের সাথে নতুন নতুন নিউক্লিয়োটাইড ট্রাইফসফেট সংযুক্ত করে। সংযোজনের সময় ট্রাইফসফেটের একটা ফসফেট নিউক্লিইয়োসাইডের সাথে যুক্ত থাকে (নিউক্লিয়োটাইড গঠন করে) এবং বাকি ২টা ফসফেট পাইরোফসফেট হিসেবে মুক্ত হয়ে যায়। প্রাইমারের 3’-OH গ্রুপের সাথে নিউক্লিয়োটাইডের 5’- প্রান্তে অবস্থিত ফসফেট গ্রুপের সংযোজন ঘটে তাই নতুন সৃষ্ট ডিএনএ হেলিক্স সবসময় 5 থেকে 3’এর দিকে বৃদ্ধি পেতে থাকে।
৬। নতুন সৃষ্ট ডিএনএর ক্ষার, টেমপ্লেট ডিএনএর ক্ষারের সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়। এডেনিন(A) এর সাথে থাইমিন(T) ২টা হাইড্রোজেন বন্ডের (A=T) মাধ্যমে সংযুক্ত হয় এবং সাইটোসিনের(C) সাথে গুয়ানিন(G) ৩টা হাইড্রোজেন বন্ডের(G ≡ C) মাধ্যমে সংযুক্ত থাকে। নতুন সৃষ্ট স্ট্র্যান্ডে কোন কোন ক্ষার থাকবে তা নির্ভর করবে টেমপ্লেট স্ট্র্যান্ডের ক্ষারের ওপর। ডিএনএ টেমপ্লেটের যেই প্রান্ত রেপ্লিকেশন ফর্কের বিপরীতে অবস্থিত, ডিএনএ পলিমারেজ সেই প্রান্ত থেকে নতুন স্ট্র্যান্ডের সংশ্লেষণ শুরু করে।
৭। ডিএনএ পলিমারেজের আরেকটা কাজ হচ্ছে ডিএনএর "প্রুফরিডিং" করা। নতুন স্ট্র্যান্ড তৈরি হওয়ার সময় ভুল ক্ষার/বেস -পেয়ারিং হতে পারে। এগুলোকে বলা হয় "মিসম্যাচ"। ডিএনএ পলিমারেজ এই ধরনের ভুলকে সংশোধন করতে পারে।
৮। 3’→5’ টেমপ্লেট স্ট্র্যান্ডের পরিপূরক হিসেবে যেই স্ট্র্যান্ড তৈরি হয় তাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডটা খুব সহজেই নিরবিচ্ছিন্ন ভাবে সংশ্লেষিত হয় কারণ 3’→5’ টেমপ্লেট স্ট্র্যান্ডের 5’ প্রান্ত থাকে রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে তাই তার পরিপূরক নতুন স্ট্র্যান্ডের দিক স্বাভাবিকভাবেই 3’→5’ হয় এবং এই স্ট্র্যান্ডটি রেপ্লিকেশন ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে।
৯। 5’→3’ টেমপ্লেট স্ট্র্যান্ডের পরিপূরক হিসেবে যেই স্ট্র্যান্ড তৈরি হয় তাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড । ল্যাগিং স্ট্র্যান্ডের রেপ্লিকেশন একটু ভিন্ন ধরনের।3’→5’ টেমপ্লেট স্ট্র্যান্ডের 5’ প্রান্তটি রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে অবস্থিত। যেহেতু সবসময় বলা হচ্ছে, নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ডের দিক টেমপ্লেটের বিপরীত হবে সেজন্য নতুন স্ট্র্যান্ডের দিক 3’→5’ হওয়ার কথা। কিন্তু এটা সম্ভব না কেনোনা নতুন নিউক্লিয়োটাইড কখনো 5’ প্রান্তে যোগ হতে পারেনা। তাই ল্যাগিং স্ট্র্যান্ডের সংশ্লেষণ ছোট ছোট খণ্ডে হয় যাকে বলা হয় "okazaki খণ্ড"। প্রত্যেকটা খণ্ডের সংশ্লেষণের জন্য প্রাইমার যোগ হয় এবং প্রাইমারের 3’ প্রান্তে নতুন নিউক্লিয়োটাইড সংযুক্ত হয়। এভাবে বিচ্ছিন্নভাবে রেপ্লিকেশন ফর্কের দিকে নতুন সংশ্লেষিত হওয়া ডিএনএ স্ট্র্যান্ড বৃদ্ধি পেতে থাকে।
১০। রেপ্লিকেশন সম্পূর্ণ হয়ে গেলে RNase H যা একটি Endonuclease enzyme আরএনএ প্রাইমারগুলোকে অপসারণ করে।
১১। অপসারণের ফলে নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ডের মধ্যে কিছু ফাঁকা অংশ দেখা যায়। এই ফাঁকা অংশগুলোতে ডিএনএ পলিমারেজ নতুন নিউক্লিয়োটাইড যোগ করে যার পরিপূরক নিউক্লিয়োটাইড টেমপ্লেট স্ট্র্যান্ডে থাকে।
১২। অবশেষে ডিএনএ "লাইগেজ" টেমপ্লেট ও নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ডগুলোকে জোড়া লাগায় এবং স্ট্র্যান্ডগুলো আবার হেলিক্স গঠন করে। নতুন সৃষ্ট ডাবল হেলিক্সের একটা স্ট্র্যান্ড নতুন এবং আরেকটা স্ট্র্যান্ড পুরনো তাই ডিএনএ রেপ্লিকেশনের প্রক্রিয়াকে বলা হয় "অর্ধ-সংরক্ষণশীল (Semi-Conservative)" পদ্ধতি।