রেগে গেলে, ভয় পেলে মস্তিষ্ক তখন বিচলিত হয়ে যায় আসলে কিভাবে রিয়াক্ট করলে পরিস্থিতি টা আপনার জন্য ক্ষতিকর হবেনা। এই বিচলিত হওয়ার কারণে তখন ঠিক কোন কথা গুলো কিভাবে বলা উচিত সেটির সংকেত মস্তিষ্ক সঠিক ভাবে দিতে পারেনা,মস্তিষ্কে এলোমেলো পরিবেশ সৃষ্টি হয়। এইজন্য তখন আপনার কথাগুলা গুছিয়ে বলতে পারেন না বা আটকে যান! ঠিক একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় যখন আমরা নার্ভাস থাকি,স্ট্রেসের মধ্যে থাকি, টায়ার্ড থাকি! আর মিথ্যা বলার সময় এমন হয় কারণ তখন ও আমরা নার্ভাস থাকি!
Answered by: Zaima Ferdous Neha