হ্যা, তারা ইচ্ছে করলে দেখতে পারে, আর জমা করে রাখে, কেউ কেউ আবার বিভিন্ন কোম্পানির কাছে গ্রাহকের তথ্যগুলো বিক্রিও করে!
তারা গ্রাহকের প্রতিটি ক্লিক দেখার ক্ষমতা রাখে। আপনি দিনে কয়বার ফেসবুকে ঢুকেন, কয়বার মেইল দেখেন, কয়বার কুউরা তে ঢু মারেন সবই তারা দেখতে পারে। এমনকি কার কার সাথে কতক্ষণ চ্যাটিং করেন তাও তারা দেখতে পারে। কখন কোন ওয়েব সাইটে কোন ছবি আপলোড করেছেন তা তাদের নখদর্পণে থাকে (এজন্য পুলিশ সহজেই সাইবার অপরাধীদের ধরে ফেলতে পারে।), আবার ধরুন বিটটরেন্ট ব্যবহার করে কোন পাইরেসির সাথে যুক্ত হয়েছেন, তারা সেটিও বুঝতে পারে, মোদ্দা কথা ইন্টারনেটে আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্লিক তাদের কাছে সংরক্ষিত থাকে।
তবে ইচ্ছে করলে নিজেকে কিছুটা লুকিয়ে রাখতে পারেন!

১. ভিপিএন ব্যবহার করে: যখন ভিপিএন ব্যবহার করবেন তখন আপনার ইন্টারনেট একটি ভার্চুয়াল টানেলের মাধ্যমে নেট দুনিয়ায় প্রবেশ করবে, এজন্য আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার খুব সহজে আপনার ব্রাউজিং এর ইতিহাস দেখতে পারবে না, তবে আপনি যে ভিপিএন ব্যবহার করছেন তা গোপন রাখা যাবে না, তারা ঠিকই বুঝতে পারবে।

২. ওপেন_ডিএনএস ব্যবহার করে: ওপেন_ডিএনএস (Cloud Delivered Enterprise Security by OpenDNS) এটা ব্যবহার আপনাকে বাড়তি নিরাপত্তা দেবে, ফিসিং থেকে রক্ষা করবে, আর ব্রাউজিং স্পিড বারবে। তবে ইন্টারনেট প্রোভাইডার থেকে তথ্য লুকাতে পারবে না।

৩. http:// এর বদলে https:// ব্যবহার করে: মজিলা ফায়ারফক্স (The new, fast browser for Mac, PC and Linux | Firefox) ব্রাউজার, গুগলক্রোম ইত্যাদি ব্রাউজারে ডিফল্ট হিসেবে https:// দেওয়া থাকে। http:// ব্যবহার করলে কোন সাইটে ঢুকে কয়টা ট্যাবে ঢুকেছেন তাও বুঝতে পারবে আপনার ইন্টারনেট প্রোভাইডার। যেমন ধরুন আপনি
http://mail.google.com এ ঢুকলেন, তারপর আপনার কোন এক বন্ধুর মেসেজ পড়লেন, ইন্টারনেট প্রোভাইডার তা দেখতে পারবে। কিন্তু যদি
https://mail.google.com এ গিয়ে মেইল পড়েন তাহলে ইন্টারনেট প্রোভাইডার বুঝতে পারবে যে আপনি মেইল.গুগল.কম এ প্রবেশ করেছেন, কিন্তু সেখানে কী করছেন তা তারা জানতে পারবে না।

৪. গুগলের বদলে ডাক ডাক গো সার্চ ইঞ্জিন: গুগলের সাথে যদিও কারো তুলনা চলে না, সে সব কিছুতেই অতুলনীয়, এমন কী আপনাকে ট্র্যাক করাতেও! সম্প্রতি মাইক্রোসফট এর এক গবেষণা চালিয়ে বের করেছে যে পর্ণ সাইটেও গুগলের ট্র্যাকার থাকে। যদিও গুগল সোজাসুজি স্বীকার করেনি। ডাক ডাক গো ব্যবহার করে নিরাপদ ব্রাউজিং এর নিশ্চয়তা পেতে পারেন, তার এখানে কী কী সার্চ করছেন তা আপনার ইন্টারনেট প্রোভাইডার সহজে জানতে পারবে না।

৫. টর নেটওয়ার্ক ব্যবহার করে: এটা অবশ্য কিছুটা ঝুঁকিপূর্ণ, এখানে অনেক দেশের গোয়েন্দা সংস্থা আর বড় বড় হ্যাকারদের নজরদারি বিদ্যমান, কেননা টর ব্রাউজার ডীপ/ডার্ক ওয়েবে প্রবেশের একমাত্র পথ, আর অনলাইন দুনিয়ায় যত বড় বড় অকাজ-কুকাজ হয় প্রায় সবই ডার্ক ওয়েবে। তাই ভিপিএন ব্যবহার না করে এটা নিয়ে নাড়াচাড়া খুব বেশি বুদ্ধিমানের কাজ না। তবে মনে সাহস থাকলে ব্যবহার করতে দোষের কিছু নেই, এতে ডিফল্ট ভিপিএন সংযোগ থাকে।

9.8 হা বার দেখা হয়েছে
আপভোটদাতাদের দেখুন
শেয়ারকারীদের দেখুন
235
9
7
তারেক রহমান-এর 7টি মন্তব্য এবং আরও কিছু

Shaniur Nabi, Connect Seven Solution Sdn Bhd এ চিফ এক্সেকিউটিভে অফিসার (2010-বর্তমান)
26 August 2020 এ উত্তর দেওয়া হয়েছে
হ্যা, দেখতে পায়। আপনি যদি আপনার ব্রাউসিং হিস্টোরি গোপন রাখতে চান, তাহলে অন্যদেশের একটা VPN ব্যবহার করুন। তাহলে কিছু দেখতে পারবে না।
collected