না। উদ্ভিদের চোখ নেই। তবে আলোর দিকে ডালপালা ছড়ায় দেখে ধরে নেওয়া যায়, উদ্ভিদ আলো দেখতে পায়। তবে উদ্ভিদ ব্যাথা পায় না।
মনে যদি প্রশ্ন আসে, উদ্ভিদ কী আমাদের ভালোবাসার স্পর্শ পছন্দ করে?
উত্তর: কাউন্টার তথ্যসহ বলা যায়, উদ্ভিদ আসলে কোনো স্পর্শই পছন্দ করে না। They really hate us. তাদের স্পর্শ করলে, কাটলে, বৃদ্ধিকে রহিত করলে, আলো বাতাস পানি না দিলে তারা শিকড়ের দিকে রাসায়নিক পদার্থের প্রবাহ সৃষ্টি করে, যেন বিরুপ পরিস্থিতি থেকে বেঁচে যেতে পারে। তাদের সকল আস্থা ও ভরসার স্থল হলো মূল।
লেখক: ডা. রাজীব হোসাইন সরকার