হ্যাঁ, আলোর ভরবেগ আছে।
আলোর দ্বৈত্য ধর্ম দেখা যায়, অর্থাৎ আলো কখনো কণার মতো আবার কখনো তরঙ্গর মতো ব্যবহার করে। আলোর কণা কে ফোটন বলা হয়। যদিও এই ফোটনের স্থির ভর (rest mass) শূন্য,কিন্তু আলোর বেগে চলাচল করার জন্য ফোটনের আপেক্ষিক ভর (relativistic mass) শূন্য নয়। কাজেই ফোটনের ভরবেগ থাকতে পারে। আমরা আইনস্টাইন এর আপেক্ষিকতাবাদ ব্যবহার করে ফোটনের ভোর বেগ বের করতে পারি।
অপিক্ষিকতাবাদ অনুসারে কোনো কণার শক্তি হচ্ছে
E=p2c2+m20c4−−−−−−−−−−√E=p2c2+m02c4
যেখানে m0m0হচ্ছে স্থির ভর, pp হচ্ছে ভর বেগ এবং cc হচ্ছে আলোর বেগ। যেহেতু ফোটনের স্থির ভোর শূন্য, আমরা লিখতে পারি
E=pcE=pc
অর্থাৎ
p=Ecp=Ec
এবার যদি আমরা আলোর কম্পাঙ্ক νν ধরি তাহলে আমরা জানি
E=hνE=hν
যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। উপরের দুটি সমীকরণ থেকে আমরা পাই
p=hνcp=hνc
এটাই হচ্ছে আলোর কোনার ভরবেগ।
collected