হ্যা পারবেন। আমি আপনার সাথে ৩টা পদ্ধতি শেয়ার করছি।
১) ইউটিউব থেকে উপার্জন করার সহজ উপায়
ইউটিউবে আপনি সকল শ্রেনীর ভিডিও পাবেন। ইউটিউব বিনোদন থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত নিজের একটা স্থায়ী বসত গড়ে তুলেছে। অনেক ইউটিউবার বিভিন্ন শ্রেণীতে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে ইনকাম করছে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন তাহলে আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। প্রথম দিকে আপনার চ্য্যানেল কি ধরনের হবে সেটা নিয়ে যদি দ্বিধায় থাকেন, তবে আমি আপনাকে এক কথায় বলবো আপনি প্রোডাক্ট বা সেবার রিভিউ নিয়ে ভিডিও তৈরি করুন। কারন?
মনে করুন আপনি একটা মোবাইল ফোন কিনবেন। তো, যে মডেলের মোবাইলে কিনবেন সেটা সম্পর্কে নিশ্চয়ই আপনি আগে থেকে খোজ খবর নিয়ে রেখেছে। না জেনেতো আর কিনবেন না। শুধু মোবাইল কেনো, সকল পণ্য বা সেবা নেয়ার আগে সেটা সম্পর্কে ইউটিউব থেকে সে পণ্য বা সেবার সমস্ত তথ্য সংগ্রহ করে। তাই আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন যে সব ভিডিওতে প্রোডাক্ট রিভিউ করা হয় সেই ভিডিওর ভিউ বেশি হয়।
কিভাবে রিভিউ ভিডিও তৈরি করবেন জানিতে ক্লিক করুনঃ ইউটিউব থেকে উপার্জন করার সহজ উপায়
২) Youtube ভিডিও Re-upload করে টাকা ইনকাম
Youtube- থেকে ইনকাম করার জন্য নিজে ভিডিও তৈরি করার কোন প্রয়োজন হয় না। যদি পদ্ধতি জানা থাকে তাহলে ভিডিও নিজে ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করা যায়। আরো মজার ব্যপার হচ্ছে আপনার কোন কিছু শিখতেও হবে না। শুধু এই আর্টিক্যালটি অনুসরন করুন।
আরো পড়ুনঃ ছবি বিক্রি করে ইনকাম | প্রত্যেক ছবি ১৭৳
যদি Youtube এ সার্চ করেন relaxing Video, Maditation video তাহলে অনেক ভিডিও দেখতে পাবেন। ভিডিও গুলু Duration থাকে অনেক বেশি থাকে। এসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন Views হয়। বিশেষ করে আমেরিকা, ইউরোপের দেশগুলু থেকে এসব ভিডিও বেশি হয়। তার মানে বুঝতেই পারছেন, বাংলাদেশের তুলনায় ইনকাম বেশি হবে। তাই আপনি যদি সপ্তাহে ৩০-৬০ মিনিটের একটা করে ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের জন্য যথেষ্ট।
আরও পড়ুনঃ Software এর রিভিউ লিখে আয়
তাহলে কিভাবে ভিডিও পাবেন এবং এই ধরনের অডিও কোথায় পাবেন। ভিডিওর পাওয়ার জন্য কয়েকটা Website এর নাম লিখে দিলাম। এই সাইটে সক, ভিডিও ফ্রি।
বিস্তারিত জানতে ক্লিক করুনঃ Youtube ভিডিও Re-upload করে টাকা ইনকাম
৩) ইউটিউবে #Shorts ভিডিও বানিয়ে আয়
Youtube হচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। যেখানে একজন Content Creator ভিডিও তৈরি করে আপলোড করে টাকা উপার্জন করতে পারে। তবে ভিডিও হতে হবে মৌলিক।
আপনিও যদি ভিডিও আপলোড করে টাকা ইমকাম করতে চান তাহলে Youtube সবচেয়ে সহজ পদ্ধতি। তবে এর জন্য আপনাকে মান সম্মত ভিডিও বানাতে হবে।
তবে Youtube থেকে আর করার খুব সহজ উপায় হলো Shorts ভিডিও। Shorts ভিডিও বানাতে হলে আপনাকে Professional ভিডিও এডিট করতে হবে না। বর্তমানে ইউটিউবে সবচেয়ে বেশি view হয় Shorts ভিডিও। যার মিলিয়ন ছাড়িয়ে যায়। কারন ছোট ছোট ভিডিও দেখে viewer অল্প সময়ে অধিক বিনোদন নিতে পারে।
চলুন যেনে নেই কিভাবে Shorts ভিডিও আপলোড করে উপার্জন করবেন।
বিস্তারিত জানতে ক্লিক করোঃ ইউটিউবে #Shorts ভিডিও বানিয়ে আয়
ধন্যবাদ