আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস:
পাকস্থলির নিচে ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুন্ডলীর মাঝে অবস্থিত অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। এ গ্রন্থির এনজাইম ক্ষরণকারী গ্রন্থিকলাগুলাে ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে অবস্থিত হরমােন নিঃসরণকারী অনাল গ্রন্থিকে বলা হয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স (Islets of Langerhens)।
এ অংশটি চার ধরনের কোষ নিয়ে গঠিত। যথা-
- আলফা কোষ
- বিটা কোষ
- ডেলটা কোষ এবং
- গামা কোষ
কোষ গুলাে থেকে উৎপন্ন হরমােন গুলাে হলো যথাক্রমে:
- গ্লুকাগণ
- ইনসুলিন
- সােমাটোস্ট্যাটিন এবং
- পলিপেপটাইড