আমরা যখন প্রচুর কষ্টের মধ্য দিয়ে যাই,তখন আমাদের মস্তিষ্ক 'ফাইট অর ফ্লি' নামক সংকেত দেহে প্রেরণ করে। দেহ তখন ফাইট করার জন্য অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয়। এই অক্সিজেনের জন্য মস্তিষ্ক আবার আমাদের শ্বাসরন্ধ্র কে সংকেত প্রেরণ করে সে যাতে খুব বড় করে ওপেন হয় এবং প্রচুর অক্সিজেন একসাথে দেহে প্রবেশ করতে পারে। সাধারণত আমরা যখন বাহির থেকে অক্সিজেন গ্রহণ করি তখন খুব স্বল্প পরিমাণে গ্রহণ করি এবং স্ব ইচ্ছায় গ্রহণ করি এবং তখন আমাদের শ্বাসরন্ধ্রের পেশীগুলো আমাদের ইচ্ছায় নড়াচড়া হয়। কিন্তু যখন আমরা কষ্টে থাকি তখন আমাদের মূল ধ্যান ধারণা কষ্ট রিলেটেড বিষয়বস্তুর উপরে থাকে যার কারণে শ্বাসরন্ধ্রের আশেপাশের পেশী গুলো অনিচ্ছায় প্রসারিত হচ্ছে এবং খুব চাপ পাচ্ছে কারণ তখন শ্বাসরন্ধ্রের ভিতর দিয়ে বেশী পরিমাণে অক্সিজেন প্রবেশ করছে। তাই অতিরিক্ত কষ্টের সময় এই অনিচ্ছাকৃত প্রসারণ এবং বৃহৎ চাপের কারণে আমাদের গলায় ব্যাথা সৃষ্টি হয়।