আমি ' মহাকাশে বুলেট ছোড়ার' দুই রকম অর্থ করতে পারি।
১. আপনি যদি পৃথিবীতে বসে মহাকাশে বুলেট ছোড়েন তবে তা কেবল অসীমের দিকে চলতেই থাকবে। সামনে যদি গ্রহ নক্ষত্র আসে তবে তার সাথে ধাক্কা লাগবে।
২. যদি মহাকাশে থেকে বুলেট ছোড়েন তবে, নিউটনের তৃতীয় সুত্রানুসারে আপনারও একটা পশ্চাতবেগ সৃষ্টি হবে। আপনি পেছনের দিকে চলতে থাকবেন। আর যদি পৃথিবীর কোন কক্ষপথের ট্যানজেন্ট বরাবর ছোড়েন তবে, আপনার ভাগ্য খারাপ হলে ঐ বুলেট পৃথিবী ঘুরে আবার আপনার গায়েই লাগতে পারে।