অনেক ওয়েবসাইটে এমন বলা হয় যে, মোবাইল ভিজে গেলে কাঁচা চালের বস্তা বা পাত্রের মধ্যে কয়েকদিনের জন্য ফেলে রাখলে চাল ফোনের সব পানি শুষে নেয়। এটি ঠিক তেমনভাবে কাজ করেনা এবং এর ফলে মোবাইল ফোনে চালে থাকা স্টার্চ ও ময়লা এবং চালের ছোট ছোট কণা ঢুকে যেতে পারে। এটি ফোনের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। রিসার্চ মতে, ভিজা মোবাইল বাইরে ফেলে রাখলে যতটুকু পানি শুকায়, চালের বস্তায় রাখলে তার তুলনায় ধীর গতিতে পানি শুকায়। চালের বস্তায় ৪৮ ঘন্টার রাখার পর দেখা যায় মাত্র ১৩% পানি শুকিয়েছে। তাই মোবাইল পানিতে ভিজে গেলে চালের ড্রাম বা বস্তায় না রাখাই ভালো।
©নিশাত তাসনিম
রেফারেন্সঃ-
https://www.usatoday.com/story/tech/2017/08/28/your-smartphone-got-wet-heres-what-do-first/609145001/