হ্যাকিং নৈতিকতা বিরােধী কর্মকান্ড হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার অপরাধ সংঘঠিত হয়। সাইবার আক্রমণ এক ধরণের ইলেকট্রনিক আক্রমন যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারও সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রােগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে। একে সাইবার (Vandalism) ও বলা হয়।