Decapod (গ্রিক শব্দ অর্থ ১০ পা) মূলত কিছু সামুদ্রিক প্রজাতি যেগুলোর ১০ টি বা ৫ জোড়া পা থাকে।একজোড়া পা চলাফেরা বা হাঁটতে সহায়তা করে থাকে যা সাধারণত একদম পিছনের বা একদম সামনের পা হয়ে থাকে।8000 প্রজাতির(phylum and arthropoda) মত ডেকাপড দেখা যায় এবং সবগুলোই সাধারণত সামুদ্রিক হয়ে থাকে।
উদাহরণঃ shrimp, lobsters, crayfish, hermit crabs, and crabs etc.