পোলোনিয়াম
২১ শতকের সবচেয়ে বিধ্বংসী এবং ভয়ংকর বিষ হিসেবে মনে করা হয় এই পোলোনিয়ামকে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যায় এই বিষ ব্যবহার করা হয়েছিলো। পোলোনিয়াম ২১০ এতটাই বিষাক্ত যে এটি সায়ানাইডের চাইতে আড়াই লাখ গুন বেশি বিষাক্ত। মাত্র এক গ্রাম পোলোনিয়াম বিষ দিয়ে এক কোটিরও বেশি মানুষকে নিমিষের মধ্যে মেরে ফেলা সম্ভব। এটি শুধু বিষই নয়, তেজস্ত্রিয়ও। এই বিষ থেকে আলফা কণা নির্গত হয় যা শরীরে কোষ ধ্বংস করে দেয়।
Source: dailyhunt