যেসব প্রাণীর দেহের গহ্বর মেসােডার্ম স্তর উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না বরং দেহগহ্বরের চারপাশ পেশিস্তর দ্বারা ঘেরা থাকে তাদের অপ্রকৃত সিলােমযুক্ত প্রাণী বলে।
আবার যেসব প্রাণীর দেহ প্রকৃত দেহগহ্বর অর্থাৎ ভ্ৰণীয় মেসোডার্ম স্তর উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মাঝে ফাপা স্থান থাকে তাদের প্রকৃত সিলােমযুক্ত প্রাণী বলে।