নটো অর্থ Back বা পশ্চাৎ বা পৃষ্ঠদেশ।
কর্ড অর্থ দড়ি বা রজ্জু।
কর্ডাটা পর্বের প্রাণিরা যখন মাতৃগর্ভে বা ডিমের ভেতরে বৃদ্ধি পেতে থাকে, তাদের পীঠে (পশ্চাৎ বা Back) একটা দড়ির মতো তরুণাস্থি তৈরি হয়। এটিই প্রাণির দেহের মূল স্তম্ভ বা বীমের মতো কাজ করে। প্রাণিকে সোজা রাখে বা সাপোর্ট দেয়।
নটোকর্ড অনেক প্রাণিতে বিলুপ্ত হয়ে যায়, কিছু অংশ থেকেও যেতে পারে (ইউরো ও সেফালোকর্ডাটা)।
আবার তরুণাস্থি নির্মিত নটোকর্ড ক্যালসিয়ামের লবণ জমে শক্ত হয়ে অস্থিতে পরিণত হতে পারে। এজন্যই বাবা-মা বলে, মাছের কাটা (মাছের পীঠের মেরুদন্ডসহ) খাও, ক্যালসিয়াম আছে।
অস্থি হবার পরেই নটোকর্ড (পশ্চাৎ-রজ্জু বা পশ্চাৎ-দড়ি বা পৃষ্ঠীয়-রজ্জু) আর আগের নামে থাকবে না। নাম বদলে হয়ে যায়- মেরুদন্ড।
ডা. রাজীব হোসাইন সরকার