Sahib A Khandoker
ফুলের কোষে প্লাস্টিড থাকে যা ফুলকে বর্ণযুক্ত করতে সহায়তা করে। আবার প্লাস্টিড তিন ধরনের হয়। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণে ভূমিকা রাখে তাই এর রং সাধারণত সবুজ হয়। এধরনের প্লাস্টিড সাধারণত পাতা ও কান্ডে দেখা যায়। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট পরাগায়ণে সহায়তা করে মূলত। আর বর্নহীন লিউকোপ্লাস্ট সাধারণত খাদ্য সঞ্চয় করে। এদের উপস্থিতি শিকড়, বীজ প্রভৃতিতে বেশি দেখা যায়। কালো রঙের প্লাস্টিড সচারাচর দেখা যায়না তাই এ রঙের ফুল বা উদ্ভিদও দুর্লভ।