Anowar Hossen Hridoy
Alyssa Carson নামক এই মেয়েকে নিয়ে বেশকিছু গুজব কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরঘুর করছে এমনকি বিজ্ঞান বিষয়ক গ্রুপসমূহও যাচাই না করে সাধারণ মানুষদের কাছে এসব ভ্রান্ত ধারণা পৌছে দিচ্ছেন।
নাসার সাথে তার কোনো সম্পর্ক নেই। নাসার মুখপাত্র Sean Potter এ কথা Officially জানিয়েছেন। নিম্নে সেগুলো পড়তে পারবেন।
আর আফসোস এদিকে Apollo Lunar Mission গুলো যারা ভূয়া ভাবে তারাই এসব খবরে বিশ্বাস করছে।
তার ব্যাপারে একাধিক নাসাকর্মী কথা বলেছেন।
সারাংশে বা এক কথায় বললে,
এলিসার সাথে নাসার কোনো সম্পর্ক নেই। সে কোনো জাতীয় Space Exploration প্রোগ্রামে চুক্তিবদ্ধ নেই। না সে নাসার কোনো ট্রেইনি।
আর না নাসার আপাতত কোনো মার্সে হিউম্যান এক্সপ্লোরিং মিশন এর কোনো পরিকল্পনা আছে।
সে শুধু নাসার পাসপোর্ট প্রোগ্রাম সম্পন্ন করেছিল। যেটা আর সবাই করে থাকে। ব্যতিক্রম এই যে প্রোগ্রামটি চালু হবার পরে সে প্রথম ছিল। ১৪ টি ভিসিটিং সেন্টারে প্রবেশ করলেই যে কেউ এই প্রোগ্রামের একটা সনদ পাবেন।
বাদবাকি তার উইকি পেজ থেকে জানা যায় মার্স মিশন সম্বন্ধে তার আগ্রহ। এছাড়া একাধিক নাসাকর্মী তার ব্যপারে কথা বলেছেন।
২০১৩ সালে যখন তাকে নিয়ে প্রথম গুজব ছড়ায় তখন ৩৩ বছর যাবৎ নাসায় কর্মরত Jonathan Miller ২০১৪ সালে তার কথা বলতে গিয়ে বলেন যে, "Firstly, I have never heard of her"
নিচে Quora তে রবার্ট ফ্রস্ট এবং তার আইডি থেকে উত্তর দেখে আসতে পারেন।
এছাড়াও সে তার Website এ নাসা নাম ব্যবহার করে Nasablueberry ব্যবহার করেন। কিন্তু নাসার মুখপাত্র Sean Potter এই নামের কথা উল্লেখ করে বলেন যে, "যদিও সে নাসার নাম তার ব্যক্তিগত Website এ ব্যবহার করে থাকেন কিন্তু তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।"
https://www.quora.com/Is-it-true-that-NASA-is-planning-on...
Fact Check by Snopes:
https://www.snopes.com/.../17-year-old-astronaut-training/
Check here also:
https://www.politifact.com/.../nasa-prepping-17-year-old.../
এছাড়াও তার Wikipedia Page এ দেখে আসতে পারেনঃ
https://en.m.wikipedia.org/wiki/Alyssa_Carson ]
https://m.facebook.com/groups/602873939872106?view=permalink&id=1632558786903611