Nishat Tasnim -
নাকে গেলে সমস্যা নেই। তবে নিয়মিত গন্ধ নিলে সমস্যা হবে।
মানুষের নাকে গন্ধের অনুভতি বহনকারী ৪০০ রিসেপ্টর বা গ্রাহক-কোষ আছে যা ১ ট্রিলিয়ন গন্ধ শনাক্ত করতে পারে। এই গ্রাহক কোষ তৈরি করে এক ধরনের আঠালো মিউকাস যা গন্ধের অনুভূতি সৃষ্টি করে এমন উপাদান আটকে যায়। তারপর নাকের গ্রাহক কোষগুলো মস্তিষ্কে সংকেত পাঠায় যার জন্য ঘ্রাণ অনুভূত হয়। কেরোসিন, পেট্রোল, রঙ, নেইল-পলিশ, নেপথালিন আমাদের অনেকেরই ভালো লাগে। ভালো লাগার এই অনুভূতিকে Euphoria বলে। এসবের গন্ধ ভালো লাগার জন্য এগুলোতে উপস্থিত ভিন্ন ভিন্ন উপাদান দায়ী। নেপথালিন এর গন্ধ নিলে তা ত্বক ও চোখে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। মাথা ঘুরানো, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা হতে পারে।