কুকুরের লেজ, স্বাভাবিক ভাবেই একটু বাঁকা থাকে।
লেজের এই বক্রভাবের কারণ, পরপর গাঁথা কশেরুকায় কুকুরদের লেজ এমনভাবে গঠিত, যে স্বাভাবিক অবস্থাতেই, তা কিঞ্চিৎ বাঁকানো থাকে। কুকুরদের লেজের যে গাঁথুনি, তা রীতিমতো নমনীয়। সে কারণেই স্রেফ পেশি সঞ্চালনের মাধ্যমে, কুকুর লেজ নাড়তে পারে। এই নমনীয়তার কারণেই, কুকুরের লেজ হাত দিয়ে সোজা করে দিলেও, ছেড়ে দেওয়ার পরক্ষণেই, তা ফের বাঁকা হয়ে যায়।