এর অনেকগুলো কারন থাকতে পারে।
প্রথমত ভিডিও মেটাডাটা। এর মানে একটা ভিডিওর সাথে অন্যান্য আরো ডাটা
(যেমন হিডেন ফাইল, ভিডিওর নানা রকম ডিটেইলস, এমনকি ক্ষতিকারক কোনো ফাইল যেমন,ভাইরাস ম্যালওয়্যার ও এট্যাচ করা থাকতে পারে যা সাধারনত ইউজারদের চোখে পড়েনা)
যার কারনে সেম সময় ও রেজুলেশনের একই ভিডিওর আলাদা আলাদা ডাউনলোড স্টোরেজ দেখাচ্ছে। তাছাড়া যেই ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করবেন তাতেও ত্রুটি থাকতে পারে। যেমন অনেক সময় কারিগরি ত্রুটির কারনে ফাইললের প্রকৃত সাইজ 1 জিবি হবে অনেক সময় ডাউনলোড লিংকে তারচেয়ে কম বা বেশি স্টোরেজ দেখানো হয়।